নিজস্ব প্রতিনিধি:
চালের ওপর আরোপিত আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ ও রেগুলেটরি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসাথে চালের ওপর বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মূলত, দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময়ে বাজারে সরবরাহ বৃদ্ধি করার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ, রেগুলেটরি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং বিদ্যমান ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এতে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের দাম কমবে ১৪ টাকা ৪০ পয়সা। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে এনবিআর।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগের ফলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে। দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।





