বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ছোট বোন অর্পিতা খান তার জন্মদিনের একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন। রোববার রাতে এ পার্টিতে তার পরিবারের সদস্য ছাড়াও বিশেষ বন্ধুবান্ধবসহ সিনেমা ইন্ডাস্ট্রির তারকারা উপস্থিত ছিলেন।
সেই সঙ্গে অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির খান, ববি দেওল ও তার স্ত্রী তানিয়া, সোনালী বেন্দ্রে, জিশান সিদ্দিকী, জেনেলিয়া, সানি লিওনের মতো সেলিব্রেটিসহ খান পরিবারের বিশেষ সদস্যরা এ পার্টিতে অংশগ্রহণ করেছিলেন।
এদিন অনেকে এলেও বোন অর্পিতার পার্টিতে সালমান খানের লুক ছিল নজরকাড়া। কালো টি-শার্ট ও কার্গো প্যান্ট পরে হাজির হয়েছিলেন ভাইজান। এর সঙ্গে অভিনেতা একটি স্টাইলিশ বেল্ট ও বুটও পরেছিলেন। তার চুলের স্টাইলও বদলে গেছে। সালমানের চেহারা দেখে মনে হয়, গত কয়েক মাসে তিনি তার ফিটনেসের ওপর অনেক কাজ করেছেন।
জেনেলিয়াও নতুনরূপে হাজির ছিলেন, পার্টিতে সবার নজর কেড়েছেন তিনি। তবে রিতেশ দেশমুখকে তার সঙ্গে দেখা যায়নি। সব মিলিয়ে অর্পিতার জন্মদিনে পার্টি যে বেশ জমজমাট ছিল তা বলাই যায়।
পরিবারের সদস্যরা ছাড়াও অর্পিতাকে অভিনন্দন জানাতে এসে পাপারাজ্জিদের সামনে পোজ দেন ববি দেওল ও তার স্ত্রী তানিয়া, সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালসহ সব সেলিব্রেটি। আর এসব ছবি সালমান খানের ফ্যান ক্লাব শেয়ার করে নেয়।





