জামগড়া আর্মি ক্যাম্পের একটি সফল অভিযানে আশুলিয়ার কান্দাইল এলাকা থেকে তিন অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে একটি পিস্তল, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং অপরাধমূলক কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল একটি চক্র, যাদের গ্রেপ্তারের পর কান্দাইলের জনমনে স্বস্তি ফিরে এসেছে।
গোপন সূত্রে খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল গতকাল রাতে কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে নায়ন আলী (১৮), বাবর হোসেন ওরফে বাবলু (৪৫) এবং মোঃ গোলাম রাব্বি (১৮) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি পিস্তল, একটি দেশীয় অস্ত্র, ২০০ গ্রাম গাঁজা এবং অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত সকল সরঞ্জাম আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এই সফল অভিযানে অবৈধ অস্ত্রের মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করায় উত্তর কান্দাইল এলাকার জনগণ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে।





