১৮ই জুন, ২০২৫

তৌহিদুলের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের দাবি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের

যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের (৪০) মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দ্রুত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার (২ জানুয়ারি) তারা একথা জানান।

তারা জানান, দেশে বিচার বহির্ভূত এমন হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবের শহীদ-আহতদের রক্ত বৃথা যাবে।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা জানান, এখনও ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন প্রশাসনিক ভবনে দায়িত্বপ্রাপ্ত আছেন।

তারা আরও জানান, দেশকে অস্থিশীল পরিস্থিতি তৈরির জন্য এই ধরণের হত্যাকাণ্ড ঘটছে। এর সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে। আর যেনো রাষ্ট্রে এমন হত্যাকাণ্ড না ঘটে। কোনো যৌথ বাহিনীর মাধ্যমে কোনো রাজনৈতিক কর্মী যেন না খুন হয় সে বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা।

মন্তব্য করুন