এস এম জীবন, স্টাফ রিপোর্টার:
৫ই আগস্ট যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আয়োজনে পালিত হয়েছে, ফ্যাসিস্ট বিদায়ের বার্ষিকী ও জুলাই সনদ উদযাপন। বিভিন্ন স্টেটে বিএনপি নেতাকর্মীরা সভা-সমাবেশ, র্যালি, সেমিনার ও গঠনমূলক কর্মসূচির মাধ্যমে এ দিনটি স্মরণ করেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল মেরিল্যান্ড স্টেট বিএনপির আয়োজন। সভাপতি সাইদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ গোলাম রাব্বানী নয়ন বাঙালি।
নয়ন বাঙালি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা অর্জনের চেয়েও তা রক্ষা করা কঠিন। শুধু তারেক রহমানের নামে মিছিল করলেই হবে না, তার দৃষ্টি ও চিন্তা-চেতনা হৃদয়ে ধারণ করেই রাজনীতি করতে হবে।
তিনি আরও বলেন, “ধানের শীষ একটি পবিত্র প্রতীক। এই প্রতীক মাওলানা ভাষানী, শহীদ জিয়া, দেশনেত্রী বেগম জিয়ার রক্ত-ঘামে অর্জিত। এর মর্যাদা রক্ষা করতে হবে বিজয়ের মাধ্যমে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেরিল্যান্ড বিএনপির সাবেক সভাপতি নেসার আহম্মেদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাবলু, কাউন্টি বিএনপির সভাপতি বিটান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ, তানভির হাসান, আফরিন লিয়ানা, আব্দুল মোতালেব মামুন, প্রচার সম্পাদক মো. রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির ভবিষ্যৎ আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আদর্শিক অবকাঠামো শক্তিশালী করার ওপর জোর দেন।





