১১ই নভেম্বর, ২০২৫

মাগুরায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্রদের মানববন্ধন

শিউলি আফরোজ সাথী, মাগুরা:-

রবিবার ৬ অক্টোবর বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য যশোর ক্যান্টনমেন্ট কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রকিবুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মাগুরা জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বিভিন্ন ইস্যু নিয়ে মাগুরা সদরের বাটিকাবাড়ি গ্রামে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকে আহত হয়। এ অবস্থায় আমরা মীমাংসার চেষ্টা করি। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আজমপুর গ্রামের আচরোব বিশ্বাসের ছেলে মোঃ সিরাজ বিশ্বাস বাদী হয়ে গত ৩ অক্টোবর মাগুরা বিজ্ঞ আমলি ম্যাজিস্ট্রেট আদালতে মোট ১৩ জনের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাগুরা সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র মোঃ হোসাইন, ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র হুরায়রা শিকদার, রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সোহান বিশ্বাস প্রমুখ।

এ সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিবুলের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মন্তব্য করুন