১২ই নভেম্বর, ২০২৫

সূত্রাপুর থানা অন্তর্গত ৪৪নং ওয়ার্ড বিএনপি’র নির্বাচনী প্রচারণা

শুক্রবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নির্দেশনায় সূত্রাপুর থানার ৪৪নং ওয়ার্ডে এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৪৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাসান খান প্রদীপের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বিকাশ মোদক, ৪৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি, এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। সূত্রাপুর থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আজিজুল ইসলাম আজিজ এবং প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক রাম সাহা সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই নির্বাচনী মিছিলকে সাফল্যমণ্ডিত করেন।

উপস্থিত বক্তারা তাঁদের বক্তব্যে তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, মহানগর বিএনপি নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং আগামীর সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বক্তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, ফ্যাসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত ও অপরাধ মুক্ত একটি সুন্দর সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা দেশ ও জাতির কল্যাণে নিজেদের বিলিয়ে দেওয়ার অঙ্গীকার করেন এবং আগামী নির্বাচন নিরপেক্ষ, সুস্থ ও গ্রহণযোগ্য করার দাবি জানান।

এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারী নেতাকর্মীদের উজ্জীবিত দেখা যায় এবং তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দেন। স্থানীয় জনসাধারণের মধ্যেও এই মিছিল ব্যাপক সাড়া ফেলেছে।

মন্তব্য করুন