১১ই নভেম্বর, ২০২৫

কাকডাংগা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশী যুবক আটক

শেখ ইস্তিয়াক মাহমুদ শাওন সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তদিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশী যুবককে আটক করেছে বিজিবি।

আজ ১৭-১০-২০২৪ ইং বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টারদিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর কলারোয়া কাকডাঙ্গা সীমান্তে এই আটকের ঘটনা ঘটে।

আটককৃতের নাম শ্রী সহাদেব মন্ডল (৩২), বরিশাল জেলার উজিরপুর এর হারতাপাড়া গ্রামের মৃত চিত্র মন্ডল এর ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনাক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কাকডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৭ আরবি হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাড়াখালী দখলের মোড় নামক স্থান দিয়ে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে গমন করবে। ওই সংবাদ প্রাপ্তির পর কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মোঃ সুলতান আলী এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় এক জনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন