নিজস্ব প্রতিবেদক :
আজ বৃহস্পতিবার, ভোর ৪টায় গোপন সূত্রের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনী আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন অস্ত্রধারী গ্যাং সদস্যকে আটক করেছে।
সেনারা জানিয়েছেন, অভিযানের সময় আটক ব্যক্তিদের বাড়ি তল্লাশি করে একটি অত্যাধুনিক শটগান ১টি, চাপাতি ১৩টি, ছুরি ৪টি, তার কাটার ১টি, দেশীয় তৈরি ধারালো অস্ত্র এবং চাঁদাবাজির টাকা ৩৬,৭৬০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ১. মোঃ বিশাল (২০), পিতা: শহিদুল, ২. নাজমুল (২০), পিতা: রইস উদ্দিন, ৩. শিপন (২১), পিতা: আহসান হাবিব ।
আটককৃতদের ও উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এলাকা পর্যবেক্ষণ করছে এবং বর্তমানে আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জামগড়া আর্মি ক্যাম্পের এক কর্মকর্তা বলেন, “আমরা সবসময় সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এমন ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ আমাদের অগ্রাধিকার। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”





