১৮ই জুন, ২০২৫

মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিউলি আফরোজ সাথী, মাগুরা :-
ঐতিহ্যবাহী মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ,বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা , কৃতি ছাত্রী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার বেলা ১১ঃ০০ টার সময় স্কুল প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার জোয়াদ্দার ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রোকনুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাগুরা ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান , উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান , মোঃ আলমগীর কবির জেলা শিক্ষা অফিসার মাগুরা , এবং প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান ।
এ সময় শিক্ষার্থীরা ফুল দিয়ে ও ব্যাচ পরিয়ে অতিথিদের অভ্যর্থনা জানায় ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী ,অভিভাবকবৃন্দ এবং প্রেস ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে । মাঠ সংকটের কারণে এ বছর স্বল্প পরিসরে অনুষ্ঠানটির আয়োজন করা হয় । বিকালে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় ।

মন্তব্য করুন