ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় মাগুরা-২ আসনে ‘ধানের শীষ’ প্রতীকে লড়বেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
জাতীয় দৈনিক ‘খবরের আলো’-এর প্রধান উপদেষ্টা এবং সাবেক সফল মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে মাগুরা-২ আসনের এমপি প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করায় ‘দৈনিক খবরের আলো’ পরিবার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন জোর প্রস্তুতি নিচ্ছে এবং আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
নিতাই রায় চৌধুরীর মনোনয়ন মাগুরা-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।





