সাভারে এক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম হাসান। অভিযানকালে মেসার্স মনিকা অটো মোবাইলস, গাবতলি ঝাউচর বাজার সংলগ্ন মালিক মোঃ আলমগীরের বিরুদ্ধে বেশ কয়েকটি অবৈধ ভেজাল মবিল কারখানার খবর পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, এখানে পোড়া মবিল থেকে গ্রীস, গিয়ার তেল, হাইড্রোলিক তেলসহ বিভিন্ন ধরনের তেল তৈরি করা হচ্ছে। এই তেলগুলো বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির পণ্যের প্যাকেজ ব্যবহার করে বাজারে বিক্রি করা হচ্ছে। গ্যারেজ ও মেকানিকদের মতে, নিম্নমানের বা মিশ্রিত তেল ব্যবহারের ফলে যানবাহনের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়।
ভ্রাম্যমান আদালত অভিযানকালে ভেজাল তেলের গোডাউন থেকে কিছু সরঞ্জাম জব্দ করা হয়। গোডাউন মালিককে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ফ্যাক্টরিটি সিলমোহর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
এই অভিযান স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভেজাল তেলের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





