নিজস্ব প্রতিদেক:
অভিনব ঘুষ দুর্নীতি আর কমিশন বাণিজ্যের মাস্টার মাইন্ড দামুড়হুদা উপজেলা ইঞ্জিনিয়ার মো: আব্দুর রশীদ।
ঠিকাদারদের কাছে থেকে কাজপ্রতি গোপন কমিশন বাণিজ্যের টাকা হাতিয়ে নিয়ে তিনি এখন কোটি-কোটি টাকার মালিক।
অবৈধ ঘুষ বাণিজ্যের টাকায় চুয়াডাঙ্গা জেলার সিনেমাহল পাড়ার কাঠপট্টিতে হাকিয়েছেন আলিশান বাড়ি ও ফ্লাট।চড়েন অর্ধকোটি টাকা দামের চকলেট কালের প্রিমিও প্রাইভেটকারে। গোটা উপজেলা জুড়ে ব্রীজ, রাস্তা, কার্লভার্ট ও অবকাঠামো নির্মাণে গোপন কমিশন চুক্তিতে ঠিকাদারদের দিয়েছেন অবৈধ সুযোগ।
শেখ হাসিনা শাসনামলে ইঞ্জিনিয়ার আ: রশীদ নিজেকে সাবেক ছাত্রলীগ ক্যাডার ও শেখ হাসিনার কাছের মানুষ পরিচয় দিয়ে তার কর্মস্থলগুলো নিজস্ব বলয় সৃষ্টি করে গড়েছেন উল্লিখিত সম্পদের পাহাড়। দামুড়হুদা উপজেলার প্রতিটি কাজের মান হয়েছে নিম্নমুখি। এসব কাজের বিষয়ে পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ যাচাইবাছাই সাপেক্ষে ক্ষতিয়ে দেখতে প্রধান প্রকৌশলী মহোদয়সহ দুদকের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতল মহল।
বি:দ্র: তিনপর্বের এই ধারাবাহিক প্রতিবেদনে আত্মপক্ষ সমর্থনের প্রশ্নে আপনার বক্তব্য আজ অতিসত্ত্বর জানাবেন বলে আশাকরি।
