তুষার আহমেদ মহাম্মদপুর, মাগুরা প্রতিনিধি
আজ শনিবার, মাগুরা ২ আসনের মনোনয়ন প্রত্যাশী ঢাকা দক্ষিণ মহানগরের মাননীয় সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নির্দেশনায় আসন্ন দূর্গা পূজার প্রতিমা নির্মাণ পর্যবেক্ষণ করতে আসেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক সজীব সিকদার।
মহাম্মদপুর বাজার রাধানগর, পুরাতন বাজার মন্দিরে উপস্থিত থেকে মহাম্মদপুর থানা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক সজীব সিকদার বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দুধর্মালম্বীদের আসন্ন শারদীয় দূর্গা পুজা শুরু। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে মহম্মদপুর উপজেলায় একশোরও বেশি মন্দিরে চলছে দূর্গা প্রতিমা তৈরীর কাজ।
এই দুর্গা প্রতিমা তৈরি ও রক্ষণাবেক্ষণে কোন তৃতীয়পক্ষ কোনরূপ ঝামেলা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য, গরিবের বন্ধু, অসহায়ের সাহস, আগামীর মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নির্দেশনায় মহম্মদপুর উপজেলা ছাত্রদল এখন থেকেই মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে অতন্দ্র প্রহরীর মতো নিরাপত্তা নিশ্চিত করবে।
সজীব সিকদার তিনি তার মোবাইল নাম্বার সবাইকে দিয়ে বলেন, যখন যে সময় যত রাতই হোক যে কোন প্রয়োজনে আমাকে ফোন করবেন, নয়ন ভাইএর নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা চব্বশ ঘন্টা প্রস্তুত থাকবো।





