টানা জয়ের মাঝে থাকা রংপুর রাইডার্স ট্রাক হারিয়ে বসেছে। আগের দুটি ম্যাচ হেরেছে। আজ চিটাগং কিংসের বিপক্ষেও পায়নি বড় সংগ্রহ। ৫ উইকেট হারিয়ে নুরুল হাসান সোহানের দল এনেছে ১৪৩ রান।
মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি জিততে ওভারপ্রতি সাতের একটু বেশি করে রান তুলতে হবে চিটাগংকে। এই মুহূর্তে তারা আছে টেবিলের চারে। আজ বাদে আরও দুটি ম্যাচ আছে মোহাম্মদ মিথুনের দলের। এই তিন ম্যাচের কমপক্ষে দুটিতে জিততে হবে, তাহলেই মিলবে শেষ চারের টিকিট।
বিস্তারিত আসছে,…