১২ই নভেম্বর, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর মহম্মদপুর প্রেসক্লাব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিম।

তুষার আহমেদ মহাম্মদপুর, মাগুরা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আজ সন্ধ্যায় মোহাম্মদপুর প্রেসক্লাব পরিদর্শন করেন। এ সময় তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের পেশাগত একনিষ্ঠতা বজায় রেখে সত্যনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা করার আহ্বান জানান। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। মত-পথ নির্বিশেষে আমাদের একসঙ্গে কাজ করতে হবে উন্নত সমাজ ও ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।”

এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মোহাম্মদপুর বাজারকে একটি মডেল বাজারে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “এই জনপদের উন্নয়ন ও বাজার ব্যবস্থার আধুনিকায়নে যা কিছু করা দরকার, আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি মহম্মদপুরের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে বক্তব্য শেষ করেন। মতবিনিময় সভা পরিচালনা করেন প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

মন্তব্য করুন