তুষার আহমেদ মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর সদরের ধোয়াইল বাজারে বক্কার শেখ (৫২) নামে একজনকে আতর্কিত হামলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে এঘটনা ঘটে।
মহম্মদপুর থানা পুলিশ ও আহতের পরিবার সুত্রে জানা যায়, মৌশা গ্রামের মৃত খালেক শেখ ওরফে এদোন শেখের ছেলে বক্কার শেখের বাড়ি সহ তার প্রতিবেশিদের বাড়িতে একই গ্রামের লুৎফর রহমানের ছেলে আঃ রহিম (৩০) এলাকার নারীদের উত্যক্ত করে আসছিল। এ বিষয় নিয়ে বক্কার শেখের পরিবারের সাথে মনোমালিন্য চলে আসছিল। গত বৃহস্পতিবার বিকালে বক্কার শেখের ছেলে মোঃ মামুন (১৬) বড়শি দিয়ে মাছ ধরার সময় লাল খানের ছেলে সুজন খা (২৮), সবুজ খ (২৫) ও লুৎফরের ছেলে রহিম (৩০) মামুনকে গালিগালাজ করে ও মরধরের চেষ্টা করে। ঘটনার জেরে শুক্রবার বিকালে বক্কার শেখ ধোয়াইল বাজারে জনৈক হাফিজারের দোকানে চা খাওয়ার সময় লুৎফরের লোকজনেরা অতর্কিত হামলা চালিয়ে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
বাজারে উপস্থিত লোকজন বক্কার শেখকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নিয়ে আসেন।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন, মারধরের খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শণ করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





