১৮ই জুন, ২০২৫

রাতে মাঠে নামছে বার্সেলোনা, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি

স্পোর্টস্ রিপোর্টার:

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচ ডে’তে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় বার্সেলোনা। ঘরের মাঠে বাংলাদেশ সময় আজ রাত ১টায় ইয়াং বয়েজের মুখোমুখি হবে। ভিন্ন ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে ইংলিশ ক্লাব আর্সেনাল, ম্যানচেস্টার সিটি এবং ইতালির ইন্টার মিলান ও এসি মিলান।

হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা বার্সেলোনা, লা লিগায়ও হোচট খেয়েছে টানা সাত জয়ের পর। ব্যর্থতা ঘুচিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের ছন্দ ফিরে পেতে মরিয়া হান্সি ফ্লিকের ছাত্ররা। যেখানে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজ।

১০ দিনের ব্যবধানে দুই হারের স্বাদ পাওয়া বার্সেলোনার আত্মবিশ্বাসেও কিছুটা ভাটা পড়েছে। দলে থাকছে না প্রথম চয়েস গোলকিপার টের স্টেগেন।তবে জার্মান কোচের জন্য স্বস্তির, চোট কাটিয়ে পাঁচ মাস পর এ ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন ফ্রেঙ্কি ডি ইয়ং। ইউরোপের কোনো প্রতিযোগিতায়ই এর আগে কখনো ইয়াং বয়েজের বিপক্ষে খেলেনি বার্সা। তাদের বিপক্ষে প্রথম ম্যাচটা তাই জয়েই স্মরনীয় করে রাখতে চাইবে কাতালানরা।

রাতের আরেক ম্যাচে বে এরিনায় , এসি মিলানকে আতিথ্য দেবে বায়ার লেভারকুসেন। জার্মান ক্লাবটি এক মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে জয় দিয়ে। তবে মিলানের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না লেভারকুসেনের। যদিও এই মৌসুমে মিলানের শুরুটা হয়েছে বাজে। সিরি-আতে প্রথম তিন ম্যাচে টানা হারের পর চাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে লিভারপুলের কাছে হেরেছিল ইতালিয়ান ক্লাবটি। তবে লিগে সবশেষ তিন ম্যাচে জিতে ঘুরে দাঁড়িয়েছে মিলান।

রাতে ম্যানচেস্টার সিটি আতিথ্য নেবে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিশ্লাভার। এর আগে কখনই তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই গার্দিওলার দলের। অপরিচিত প্রতিপক্ষ হলেও, ড্র’য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা সিটি এ ম্যাচে জয়ে ফিরতে চাইবে। তবে হার এড়ালেই, ইউরোপ সেরার প্রতিযোগিতায় ইউনাইটেডের ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুয়ে ফেলবে সিটি।

আর্সেনালের পরীক্ষা নেবে ফরাসি জায়ান্ট পিএসজি। এমিরেটস স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ১ টায় মুখোমুখি হবে দুদল। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে শুরু করলেও, প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে এ ম্যাচ থেকে তাই পুরো তিন পয়েন্টই পেতে চাইবে মিকেল আর্তেতার দল।

মন্তব্য করুন