মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
সাতক্ষীরা জেলা বাসীর ব্যানারে সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের খুলনা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন, জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী, শ্রমজীবী ও ভুক্তভোগীরা। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল সহকারে সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসুচি পালন করতে গেলে সেখানে সাতক্ষীরার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের দাবীর বিষয়ে আশ্বস্ত করলে তারা ঘেরাও কর্মসূচী প্রত্যাহার করেন। তবে সিভিল সার্জন তার বিরুদ্ধে মানববন্ধনের সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমানিত হয়েছে।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা গণ আন্দোলন জোটের আহবায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাতক্ষীরা জেলা শ্রমিক দলের আংশিক আহবায়ক রেজাউল ইসলমা, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, দপ্তর সম্পাদক স্বপন পান্ডে প্রমুখ।
সিভিল সার্জনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তারা বলেন, সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালামের বিরুদ্ধে দূর্ণীতি, হাসপাতালের নার্সদের সাথে খারাপ আচরণ, নিয়মিত অফিস না করার অভিযোগ রয়েছে। তিনি কোন রকম নিয়মনীতিকে তোয়াক্কা না করে সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অপসারণ করেছেন। বক্তারা আরো বলেন, ডাঃ আব্দসু সালাম একজন প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তি হয়েও অনৈতিক ও অপেশাদার আচরণে লিপ্ত থাকেন। তিনি নারী কর্মীদের হয়রানি করেন, মদ্যপ অবস্থায় থাকেন এবং সরকারি দায়িত্বকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেন। তিনি অফিসের নারী কর্মীদের তার বাসায় ব্যক্তিগত কাজ করাতে বাধ্য করেন এমন অভিযোগ বহুবার উঠেছে। থানায় অভিযোগও হয়েছে। অনেকেই ভয় বা চাকরি হারানোর আশঙ্কায় তার বিরুদ্ধে মুখ খুলতে পারেন না। এটা স্বাস্থ্য সেক্টরের জন্যও লজ্জাজনক। একজন নারী কর্মী যদি সিভিল সার্জনের অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন তাহলে তাকে অন্য জায়গায় বদলি বা চাকরিচ্যুত করার হুমকিও দেওয়া হয়। তিনি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে সরকারি হাসপাতালগুলোকে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তার কর্মকান্ডে অতিষ্ঠ সাধারন কর্মচারীরা। বক্তারা এসময় অবিলম্বে সিভিল সার্জন আব্দুস সালামকে সাতক্ষীরা থেকে অপসারণের জোর দাবী জানান।
তবে, এসব অভিযোগের বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম জানান, যে সব অভিযোগ তুলে মানববন্ধন নামক কাহিনী করা হচ্ছে এ সমস্ত অভিযোগের বিষয়ে অনেক আগেই উচ্চ পর্যায়ে তদন্ত হয়েছে এবং তদন্তে আমি সম্পূর্ণ নির্দোষ তা প্রমানিত হয়েছে। একটা মিমাংসিত বিষয় নিয়ে কার প্ররোচনায় আবার এটা করা হচ্ছে সে বিষয়টা আপনাদের ক্ষতিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। তিনি আরো জানান, হাসপাতালের স্বেচ্ছাসেবীদের সরিয়ে দেওয়ার কারনে হয়তো কারো স্বার্থে লাগছে তাই তারা এ ধরনের কাজ করছে।





