১২ই নভেম্বর, ২০২৫

জামগড়া আয়েশা ক্লোথিংয়ে অগ্নিকাণ্ড, সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে

নিজস্ব প্রতিবেদক ● আশুলিয়া

আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত আয়েশা ক্লোথিং ফ্যাক্টরিতে আজ সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর প্রায় ১২টার দিকে কারখানার দ্বিতীয় তলায় আগুন দেখা দিলে মুহূর্তেই কর্মচারীরা সবাইকে সতর্ক করেন। দ্রুত শ্রমিকরা ভবন থেকে বেরিয়ে আসায় কোনো প্রাণহানি ঘটেনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস ও জামগড়া আর্মি ক্যাম্পে যোগাযোগ করে। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার পর এলাকাবাসীর ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ও সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিঘ্ন ঘটে। পরে সেনাবাহিনীর টহল দল ট্রাফিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিসকে কার্যক্রম শুরু করতে সহায়তা করে।

সেনাবাহিনীর দ্রুত তৎপরতা ও ফায়ার সার্ভিসের সমন্বিত প্রচেষ্টায় বিকেল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণের পর শিল্পাঞ্চল পুলিশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

মন্তব্য করুন